ঝালকাঠি প্রতিনিধি : জেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে ঘুষ না দেওয়ায় কাঠালিয়া উপজেলা প্রণী সম্পদ সহকারী আ. কাদেরের পেনশনের ফাইল ছয় বছর আটকে রাখা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।বিকালে ঝালকাঠি প্রেসক্লাবে প্রাণী সম্পদ বিভাগের অবসর প্রাপ্ত ইউএলএ  আ. কাদের সিকদার সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

কাদের সিকদার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সংবাদ সম্মেলনে দাবি করা হয় ২০০৯ সালের ৩০ ডিসেম্বর টানা ৩৪ বছর চাকুরী করে আ. কাদের সিকদার অবসরে যান। তিনি ২০১০ সালের ৭ ডিসেম্বর পেনশন পাওয়ার জন্য আবেদন করেন। ঝালকাঠি জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হাফিজুর রহমান, ডা. পলাশ করনিক দেলোয়ার এবং ইদ্রিসের মাধ্যমে তার কাছ থেকে পেনশনের টাকা উত্তোলনের জন্য ৫ হাজার টাকা ঘুষ হিসাবে নেন এবং আরও ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। টাকা না দেওয়ায় প্রাণী সম্পদ বিভাগ তার পেনশন আটকে রেখেছে।

(এএম/এএস/মার্চ ০২, ২০১৫)