আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে দুর্নীতিমুক্ত সরকার গঠনের অভিপ্রায় নিয়ে ক্ষমতায় আসার পর প্রশাসনে ব্যাপক রদবদল শুরু করেছেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। এরই ধারাবাহিকতায় সোমাবার ২৭ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছে সরকার।

সোমবার কাবুল প্রদেশের ১৭ জেলার প্রধানসহ ২৭ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। অভিযোগে প্রেসিডেন্ট আশরাফ ঘানির নির্দেশে তাদের বরখাস্ত করা হয়েছে বলে বিবিসি জানিয়েছে। এদের মধ্যে মাদকবিরোধী অভিযানের নেতৃস্থানীয় কর্মকর্তারাও আছেন। এদের অনেক কর্মকর্তার বিরুদ্ধে যুদ্ধবাজ নেতাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগ এনেছেন প্রেসিডেন্ট ঘানি। গত সেপ্টেম্বরে ক্ষমতায় আসার পর থেকে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন কর্মকর্তাদের বরখাস্ত করে যাচ্ছেন প্রেসিডেন্ট ঘানি। এর আগে মাত্র কয়েক ঘণ্টার তদন্তে ১২ জন কর্মকর্তাকে চাকরিচ্যূত করেছিলেন তিনি। কিন্তু সোমবার যাদের চাকরীচ্যূত করা হয়েছে তাদের কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই। তাদের অনেকেই নতুন চাকুরিতে যোগ দিয়েছিলেন এবং কর্মজীবনে দক্ষতার জন্য কেউ কেউ পুরষ্কারও পেয়েছিলেন। এদিকে প্রেসিডেন্টের কার্যালয়ের তত্ত্বাবধানে বিশেষ কমিশনের নির্বাচনের মাধ্যমে বরখাস্ত কর্মকর্তাদের স্থলাভিষিক্তরাও দায়িত্ব নিয়ে নিয়েছেন। নতুন কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠানে ‘অরাজনৈতিক পুলিশ বাহিনী গঠনের লক্ষ্যে’ সংস্কার অব্যাহত রাখার শপথ ব্যক্ত করেছেন কাবুল পুলিশের প্রধান আবদুল রহমান রাহিমি।
(ওএস/পিবি/মার্চ ০৩,২০১৫)