বরিশাল প্রতিনিধি : বরিশালে যাত্রীবাহি বাসের চাঁপায় পুলিশের এক সহকারি উপ-পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে সাতটার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের বিমানবন্দর থানাধীন রামপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, মনির হোসেন নামের নিহত ওই পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলা সদরের বাসিন্দা ও আব্দুস সোবাহান মুন্সির ছেলে। তিনি মেট্রোপলিটন বিমানবন্দর থানায় কর্মরত ছিলেন। বিমানবন্দর থানার ওসি মো. শাহেদুজ্জামান জানান, মাহিন্দ্রাযোগে রামপট্টি এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে নিরাপত্তা টহল দিচ্ছিলেন এএসআই মনির হোসেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে নগরীর নথুল্লাবাদের উদ্দেশ্যে আসা বিএনএফ পরিবহনের একটি বাসের সাথে মাহেন্দ্রর মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এএসআই মনির হোসেন নিহত হন। এসময় আরো দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ঘাতক বাসটিকে আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে গেছে।
(টিবি/পিবি/মার্চ ০৩,২০১৫)