বরিশাল প্রতিনিধি : প্রেমের সম্পর্কের জের ধরে কলেজ ছাত্র খুন হওয়ার সন্দেহে মঙ্গলবার সকাল আটটা থেকে বেলা এগারোটা পর্যন্ত বিক্ষুব্ধ এলাকাবাসী প্রেমিকার বাড়িতে তান্ডব চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে চারটি বসত ঘর ও একটি মন্দিরে অগ্নিসংযোগ করার অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে থানা পুলিশ ৩ রাউন্ড ফাঁকা গুলি করেছে। নারকীয় এ তান্ডবে প্রেমিকাসহ কমপক্ষে ১০জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে জেলার উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের প্রত্যন্ত জামবাড়ি গ্রামে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান হরেন রায় জানান, ওই গ্রামের সুপেন মিস্ত্রির ছেলে ও ঢাকার সরকারী তিতুমীর কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র সুকদেব মিস্ত্রির (২৩) সাথে একই গ্রামের দশরথ সমদ্দারের মেয়ে মিতু সমদ্দারের (১৯) সাথে দীর্ঘ দিন প্রেমের সম্পর্ক চলে আসছিল। স্থানীয় সমীর বল্লভ জানান, মঙ্গলবার সকাল আটটার দিকে মিতুদের বাড়ির পশ্চিম পার্শ্বের বাগানে সুকদেবের লাশ পরে থাকতে দেখে তিনি সুকদেবের স্বজনদের খবর দেন। এ ঘটনায় সুকদেবের স্বজনেরা মিতু ও তার পরিবারের সদস্যদের দায়ী করে গ্রামবাসীদের নিয়ে দশরাথ সমদ্দারের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে বসত ঘরসহ চারটি ঘর, একটি মন্দির এবং তিনটি খড়ের পালায় অগ্নিসংযোগ করে। হামলাকারীরা পিটিয়ে আহত করে দশরথ সমদ্দার (৭৫), তার স্ত্রী (৬০), মেয়ে মিতু, কনক, নমিতা, ছেলে সজল সমদ্দারকে। তাদের উদ্ধার করতে গিয়ে আহত হয়েছেন স্থানীয় সাংবাদিক কল্যান কুমার চন্দসহ চারজন।
উজিরপুর মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম-পিপিএম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে হারতা পুলিশ ক্যাম্প ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আহতদের উদ্ধার করেন। তিনি আরো বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
(টিবি/পিবি/মার্চ ০৩,২০১৫)