কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : মাটি খুঁড়লেই পাওয়া যাচ্ছে ডিম। কলাপাড়ার ধুলাসার ইউনিয়নের চাপলী গ্রামে গত দু’দিনে ১৫ টি ডিম উদ্ধার করেছে গ্রামবাসী। মুরগীর ডিমের চেয়ে একটু ছোট আকৃতির ডিমগুলো কোন প্রাণীর তা কেউই জানাতে পারছে না তারা। তবে প্রাথমিকভাবে এগুলো সাপের ডিম ভেবে ভেঙ্গে আতংকে মাটি চাপা দিয়ে দিয়েছে।

চাপলী গ্রামের মশিউর রহমান জানান, তার বাড়ির পানির লাইনের জন্য মাটি খুঁড়তে গিয়ে শ্রমিক আ. রব প্রথমে এই ডিম দেখতে পান। এরপর বিভিন্ন স্থান থেকে ১৫টি ডিম উদ্ধার করেন। প্রথমে ধারনা করেছিলেন এগুলো কোন প্রাণীর ডিম হবে। কিন্তু গ্রামবাসী সাপের ডিম বলায় ভয়ে ডিমগুলো ভেঙ্গে মাটি চাপা দিয়ে দেন। কেননা সাপের ডিম হলে এগুলো বিষাক্ত হতে পারে।

গ্রামবাসীরা জানান, চাপলী গ্রাম সংলগ্ন খাল ঘেষে মাটি খুঁড়লেই প্রায়ই ডিম পাওয়া যায়। তবে এক সাথে ১৫ টি ডিম পাওয়ায় তারা উদ্বিগ্ন। তারা এখনও জানেন না এগুলো কোন প্রাণীর ডিম। তাদের আশংকা শিশুরা প্রায়ই খালের পাড় ও বালুর ঢিবিতে খেলতে যায়। এই ডিম তাদের হাতে পড়লে হাঁস-মুরগীর ডিম ভেবে যদি খেয়ে ফেলে তাহলে তো বিপদ। তাই এ ঘটনায় অভিভাবকরা উদ্বিগ্ন।

(এমকেআর/এএস/মার্চ ০৩, ২০১৫)