নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও তিনজন আহত হয়েছে। বুধবার সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পারকোল ব্রীজ এবং মানিকপুর এলাকায় এ ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট মাহবুবুর রহমান জানান, সাভার সেনানিবাস থেকে সেনা ট্র্যাঙ্ক লড়ির একটি বহর যশোর সেনানিবাসে যাচ্ছিল। পথে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পারকোল ব্রীজ এলাকয় রাজশাহী থেকে ঢাকাগামী মাছবাহি মিনি ট্রাকের সাথে একটি লড়ির সংঘর্ষ হয়। এতে চাপা পড়ে মিনি ট্রাক চালক আব্দুল মমিন (২৬), ব্যবসায়ী রায়হান আলী (৩০), চালকের সহকারী হাবিবুর রহমান (৩২) গুরুতর আহত হয়। তাদের উদ্ধার বনপাড়া আমিনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক আব্দুল মমিনকে মৃত ঘোষনা করেন।
অপরদিকে একই সড়কের মানিকপুর এলাকায় একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় শুভা বেগম (৫০) নামে এক পথচারী গৃহবধু নিহত হন। তিনি মানিকপুর গ্রামের আনসার আলীর স্ত্রী।
বনপাড়া হাইওয়ে থানার ওসি ফুয়াদ রুহানী জানান, মহাসড়ক দিয়ে ড্রাম ট্রাকে মাটি বহনের ফলে হাল্কা বৃষ্টিতেই সড়কে কাদা হয়ে পিচ্ছিল হয়ে পড়েছে। এরফলে সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মহিষভাঙ্গা, লাথুরিয়া, পারকোল ও মানিকপুর এলাকায় দুর্ঘটনা ঘটে। এতে পারকোল ও মানিকপুরে দুজনের প্রাণহানি হয়েছে।
(এমআর/পিবি/মার্চ ০৪,২০১৫)