নাটোর প্রতিনিধি : আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যায় উদযাপন উপলক্ষ্যে বুধবার দুপুরে নাটোরের নলডাঙ্গায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। নলডাঙ্গা উপজেলা প্রশাসন এই প্রস্তুতি সভার আয়োজন করে।

স্থানীয় নলডাঙ্গা উচ্চ বিদ্যালয় সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন চেয়ারম্যান অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন, নলডাঙ্গা পৌরসভার মেয়র আব্বাস আলী নান্নু, ওসি নাসির উদ্দিন মন্ডল, সমাজ সেবা কর্মকর্তা ইদ্রিস আলী, প্রাথমিক শিক্ষা অফিসার পরিমল কুমার ঘোষ, নাটোর কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মাহতাব হোসেন, নলডাঙ্গা উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ তোতা, নলডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন অর রশিদ, নলডাঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মামুনুর রশীদ, মাধনগর এসআই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুর রহমান, মাধনগর পুরুষোত্তমবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী, পীরগাছা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহার আলী প্রমুখ।

(এমআর/পিবি/মার্চ ০৪,২০১৫)