রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর শহরের ৫টি দোকানে অভিযান চালিয়ে হলিস্টিন, রয়েল ডাচ, থ্রি-হর্স ও পাওয়ার হর্স নামের প্রায় ২৭ হাজার টাকা মুল্যের ২২০ পিস অবৈধ বিয়ার উদ্ধারসহ ৫ ব্যবসায়ীর জরিমানা আদায় করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমীন আলমের নেতৃত্বে জেলার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা এ অভিযান চালান।

জানা যায়, দীর্ঘদিন ধরে রায়পুর শহরের বিভিন্ন ব্যবসায়ী অবৈধ বিয়ারসহ মাদকদ্রব্য গোপনে বিক্রি করে আসছে । বুধবার সকালে শহরে অভিযান চালিয়ে বেলী ভ্যারাইটিজ স্টোরের মালিক ফয়সালের দুই হাজার টাকা, পপি ভ্যারাইটিজ স্টোরের মালিক সোহাগের এক হাজার টাকা, মধুবনের মালিক সিফাতের দুই হাজার টাকা, ইসলামীয়া ভ্যারাইটিজ স্টোরের মালিক দেলোয়ারের পাঁচ হাজার টাকা ও ইসলামীয়া বেকারীর মালিক ফিরোজ আলমের এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় উপস্তিত ছিলেন, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক মো. আব্দুল্লা ভূঁইয়া, সহ-পরিদর্শক রবিউল ইসলাম, সবার হোসেন চৌধুরী, হুমায়ুন কবির হোসেন প্রমুখ।

(পিকেআর/এএস/মার্চ ০৪, ২০১৫)