শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : ‘রুখবো দুর্নীতি গড়ব দেশ, হবে সোনার বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে শ্রীমঙ্গলে কর্মরত সরকারি-কর্মকর্তাদের সাথে এক অবহিতকরণ ও মতবিনিময় সভা করেছে শ্রীমঙ্গল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)। আজ বুধবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক সৈয়দ নেসার আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান রনধীর কুমার দেব। বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের মৌলভীবাজার-হবিগঞ্জ সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মো. আবুল হোসেন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার শহীদ মোহাম্মদ ছাইদুল হক। মতবিনিময়ে অংশ নেন সচেতন নাগরিক কমিটির সভাপতি মোহাম্মদ আবদুন নূর, সহকারি কর্মকর্তা (ভূমি) মো. নুরুর হুদা, উপজেলা সাব-রেজিষ্টার নিরোদ বরণ বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুকল্প দাস, আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা.অশোক ঘোষ, দৈনিক কালের কণ্ঠের শ্রীমঙ্গল প্রতিনিধি বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন প্রমুখ।

(টিবি/এএস/মার্চ ০৪, ২০১৫)