কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় মঙ্গলবার দিবাগত ভোর চারটায় আকস্মিক কালবৈশাখী ঝড় বয়ে গেছে। প্রায় ২০ মিনিট স্থায়ী এ ঝড়ো হাওয়ায় অন্তত অর্ধশতাধিক ঘর আংশিক বিধ্বস্ত হয়েছে। ভেঙ্গে গেছে শতশত গাছ।  ঝড়ের তান্ডবে বিদ্যুত লাইনের খুটি কাঁত হয়ে পড়ায় প্রায় ১০ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। ঘূর্নিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ধুলাসার ইউনিয়নের কাউয়ার চর, চাপলী ও চরচাপলী এলাকার মানুষ।

চরচাপলী গ্রামের কৃষক আব্দুল বারেক হাওলাদার জানান, পশ্চিম দিক দিয়ে প্রবল বেগে ঝড়োহাওয়া তার বসতঘরের এক তৃতীয়াংশ উড়িয়ে নিয়ে যায়। তখন তারা সবাই ঘুমে ছিলেন। এতে আতঙ্কিত হয়ে পড়েন সবাই। বেলায়েত সরদার জানান, কোন কিছু বোঝার আগেই ঘরের চালের চারটি টিন ঝড়ো হাওয়ায় উড়ে যায়। একই কথা জানালেন জয়নাল বেপারী, মজিবর মোল্লা। তাদের দেয়া তথ্যানুসারে অর্ধশতাধিক ঘর ক্ষতির শিকার হয়েছে। কুয়াকাটাগামী বিকল্প সড়কের বিভিন্ন ধরনের কয়েক শ’ গাছপালা ভেঙ্গে গেছে। প্রায় ২০ মিনিটের ঝড়ো হাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কলাপাড়া রাডার অফিস সূত্রে জানা যায়, এটি কাল বৈশাখী ঝড়। তবে ওইসময় ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

(এমকেআর/এএস/মার্চ ০৪, ২০১৫)