আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তার হুঁশিয়ারির কয়েক ঘণ্টা পর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের পররাষ্ট্র পর্যায়ে তৃতীয় দিনের মতো বৈঠক হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স অনলাইন এ খবর নিশ্চিত করেছে।

নেতানিয়াহু বলেন, ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের পরমাণু চুক্তি নিয়ে আলোচনা করা একটি মারাত্মক ভুল সিন্ধান্ত।

তবে নেতানিয়াহুর হুঁশিয়ারির পর মার্কিন পররাষ্ট্রমন্ত্র্রী জন কেরি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ সুইজারল্যান্ডের লেকসাইড শহরের মন্ট্রেয়াক্সে বৈঠকে বসেছেন। বৈঠকে মার্চের শেষ নাগাদ ইরানের পরমাণু চুক্তির বিষয়ে একটি কাঠামো দ্বার করানোর কথা বলা হয়েছে।

মঙ্গলবার মার্কিন কংগ্রেসে নেতানিয়াহু বলেন, ইরানের সাথে যুক্তরাষ্ট্রের পরমাণু চুক্তি হলে তা ওবামা প্রশাসনের জন্য ভাল হবে না। এই চুক্তির ফলে একদিন ইরান পারমাণবিক বোমা তৈরিরও সাহস পাবে। এই চুক্তি ইরানের পরমাণু কমসূচীর ক্ষেত্রে কোনো পরিবর্তন আনবে না বলে অভিমত পেশ করেন নেতানিয়াহু।

এদিকে নেতানিয়াহুর বক্তব্যে সাড়া দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী ইরানের সাথে চুক্তির বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। কিন্তু তিনি এই চুক্তির বিকল্প সমাধান দিতে পারেননি।

ইসরাইলের বিরোধীতা সত্ত্বেও ইরান ও বিশ্বশক্তি ইরানের পরমাণু চুক্তিকে একটি কাঠামোর মধ্যে নিয়ে আসতে চাচ্ছেন।

(ওএস/এটিআর/মার্চ ০৪, ২০১৫)