আন্তর্জাতিক ডেস্ক : আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়াল দলের আহবায়ক পদ থেকে সরে দাঁড়াতে পারেন। দলের পদ থেকে সরে দাঁড়াতে চান এই মর্মে এএপি’র কার্যনির্বাহী সভার বরবার একটি চিঠি পাঠিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। যোগেন্দ্র যাদব ও প্রশান্ত ভুষণকে দল থেকে বাদ দেয়ার জন্য গুত্বপূর্ণ বৈঠক হওয়ার আগে এ চিঠি পাঠালেন কেজরিওয়াল।

বুধবার এনডিটিভি এ খবর নিশ্চিত করেছে।

খবরে বলা হয়, বুধবার সকালে এএপি’র কার্যনির্বাহী সভার বরবার ওই চিঠি পাঠান কেজরিওয়াল। কেজরিওয়াল বলেন, আমি দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার পর অতিরিক্ত কাজের চাপে আছেন।একইসাথে দিল্লির মুখ্যমন্ত্রী ও দলের আহবায়কের দায়িত্ব পালন করা তার পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই আহবায়কের দায়িত্ব থেকে অব্যাহতি চাচ্ছেন তিনি।

এছাড়া তিনি বুধবার যোগেন্দ্র যাদব ও প্রশান্ত ভুষণকে দল থেকে বাদ দেয়ার বিষয়ে যে বৈঠক হওয়ার কথা রয়েছে, সে বৈঠক থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন কেজরিওয়াল।

চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো দলের পদ থেকে সরে দাঁড়াতে পদত্যাগপত্র জমা দিলেন কেজরিওয়াল। ধারণা করা হচ্ছে আগেরটির মতো এবারের পদত্যাগপত্রও প্রত্যাহার করা হবে।

এদিকে কেজরিওয়ালের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেছেন এএপি’র কয়েজন নেতা। তবে বুধবার সকালে দলের প্রতিষ্ঠাতা সদস্য যাদব বলেছেন, আমি যদি কোনো ভুল করি তাহলে তাহলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত।

প্রসঙ্গত, বৃহস্পতিবার নিজের চিকিৎসা করাতে ব্যাঙ্গালুরুতে যাবেন কেজরিওয়াল (৪৬)।

(ওএস/এটিআর/মার্চ ০৪, ২০১৫)