আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের নারীরা গৃহকর্মী হিসেবে দেখতে সুন্দর নারীদের নিতে চাইছেন না। বিশেষ করে মরক্কো ও চিলির মেয়েদের গৃহকর্মী হিসেবে তারা নিতে চায় না। কারণ ওই দুটি দেশের নারীরা দেখতে সুন্দর হয়। দেশটির রিক্রুটিং এজেন্সিগুলো একথা জানিয়েছে। তারা বলেছে, সৌদি নারীরা আগে থেকেই গৃহকর্মীর ছবি দেখতে চাইছেন।

দেশটির একটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, তারা সুন্দরী গৃহকর্মী নিতে চাইছেন না। এমন কয়েকজন নারীর সঙ্গে তারা কথাও বলেছেন।

সৌদি নারীদের মতে, সুন্দরী গৃহকর্মী পরিবারের মধ্যে সমস্যা সৃষ্টি করতে পারেন। এজন্য তারা সুন্দরী গৃহকর্মীদের ঘরের কাজে নিতে চাইছেন না।

জেদ্দার একটি রিক্রুটিং কোম্পানির পরিচালক ইদ আবু ফাহাদ বলেন, 'কিছু নারী আমাদেরকে বলেছেন, যদি তাদের স্বামীরা মরক্কো বা চিলি থেকে গৃহকর্মী চায় তাহলে ওইসব গৃহকর্মীদের ছবি তারা অবশ্যই দেখবেন।'

উপসাগরীয় অঞ্চলের বিদেশি গৃহকর্মীর অধিকারের বিষয়টি একটি বড় ইস্যু।

আরব নিউজ বলেছে, সেখানে অন্য দেশ থেকে যাওয়া গৃহকর্মী ও গাড়ির চালকদের মূল নিয়োগকর্তার কাছ থেকে পালিয়ে যাওয়ার প্রবণতা রয়েছে।

কয়েকটি দেশ সৌদি আরবে নারী কর্মীদের সঙ্গে আচরণের বিষয়ে নানা অভিযোগ তুলছে। সূত্র: বিবিসি, এমিরেটস।

(ওএস/এটিআর/মার্চ ০৪, ২০১৫)