রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে কসাই পরিদর্শক ও আওয়ামী লীগ কর্মী আব্দুল মান্নান (৪২)কে ফাঁসাতে গিয়ে  একটি দেশীয় এলজিসহ  ইব্রাহিম খলিল (৩০) নামে এক রিক্সা চালককে আটক করেছে র‌্যাব-১১।

ঘটনার মূল হোতা আকবর হোসেন শামীম (৪৫) এসময় পালিয়ে যায়। ঘটেছে মঙ্গলবার গভীর রাতে পৌরশহরের ৭নং ওয়ার্ড তপাদার বাজার এলাকায় এঘটনা ঘটে। এঘটনায় বুধবার সন্ধ্যায় র‌্যাব-১১ এর ওয়ারেন্ট অফিসার সৈয়দ আলী আসগর বাদী হয়ে দুইজনকে আসামী করে অস্ত্র আইনে রায়পুর থানায় মামলা দায়ের করেছেন।
থানা পুলিশ জানান, দীর্ঘ দিন ধরে তপাদার বাজার এলাকার ব্যবসায়ী আকবর হোসেন শামীমের সাথে একই এলাকার পৌরসভার কসাই পরিদর্শক ও আওয়ামী লীগ কর্মী আব্দুল মান্নানের জমি নিয়ে বিরোধ চলছিল। পূর্ব শত্রুতা উদ্ধার করতে শামীম তার অনুসারী রিক্সা চালক ইব্রাহিম খলিলকে দিয়ে একটি দেশীয় এলজি মান্নানের বসত ঘরের চালের উপর রেখে র‌্যাবকে খবর দেয়। মঙ্গলবার রাতে ব্যার অভিযান চালিয়ে ওই অন্ত্রটি উদ্ধার ও মান্ননকে আটক করে লক্ষ্মীপুরে র‌্যাব এর ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। একাজে র‌্যাবকে সহায়তাকারী রিক্সা চালক ইব্রাহিম খলিলকে জিজ্ঞাসাবাদ করলে তিনি মান্নানকে ফাঁসাতে তাকে দিয়ে আকরব হোসেন শামীম ওই অস্ত্রটি মান্নানের বসতঘরে অস্ত্র রাখার কথা স্বীকার করেন। পরে র‌্যাব শামীমকে গ্রেফতার করতে তার বাড়ীতে অভিযান চালালে সে পালিয়ে যায়।
রায়পুর থানার উপ-পরিদর্শক আব্দুল বারি জানান, এঘটানয় সন্ধ্যায় র‌্যাব’র ওয়ারেন্ট অফিসার সৈয়দ আলী আসগর বাদী হয়ে অস্ত্র আইনে ইব্রাহিম খলিল ও আকবর হোসেন শামীমকে আসামী করে অস্ত্র আইনে মামলা করেছেন। শামীমকে গ্রেফতারের চেষ্টা চলছে।

(পিকেআর/পিবি/মার্চ ০৫,২০১৫)