ঝিনাইদহ প্রতিনিধি : মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা ১১ জন সফর সঙ্গী নিয়ে তিন দিনের সফরে ঝিনাইদহ আসছেন।

সোমবার ১২ মে খুব সকালে তিনি ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা হবেন।

এদিকে মার্কিন রাষ্ট্রদুতের ঝিনাইদহ সফরকে কেন্দ্র করে ব্যাপক আয়োজন আর প্রস্তুতি সম্পন্ন করেছে ঝিনাইদহ জেলা প্রশাসন কর্তৃপক্ষ।

এ ব্যাপারে ঝিনাইদহের নেজারত ডেপিুটি কালেক্টর বশির আহম্মেদ জানান, আমেরিকান রাষ্ট্রদূতের সফর সূচি দূতাবাস থেকে চূড়ান্ত হওয়ার পর থেকেই জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি জোরদার করা হয়েছে কড়া নিরাপত্তা।

তিনি জানান, ড্যান মজিনার সফর সূচির মধ্যে রয়েছে সোমবার দুপুর আড়াইটা সময় ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও পুলিশ সুপারের সঙ্গে বৈঠক। একই দিন বিকেল সোয়া ৩টায় রেডিও ঝিনুক পরিদর্শন ও সাক্ষাতকার প্রদান। বিকেল সাড়ে ৪টায় রয়েছে ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টুর সঙ্গে বৈঠক।

এরপরের দিন মঙ্গলবার ১৩ মে নাস্তা শেষ করে সকাল ৯টায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুইতলা মল্লিক পুরের ঐতিহ্য সমৃদ্ধ বটগাছ পরিদর্শন। সকাল ১০টার দিকে ঝিনাইদহ ক্যাডেট কলেজ পরিদর্শন। বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বরইপাড়া গ্রামে সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাডভোকেট আসআদুজ্জামানের বাসভবনে সিভিল সোসাইটির সঙ্গে বৈঠক এবং মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ। একই দিন সাড়ে ৩টায় ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের সালিয়া গ্রামের সরকারি ভেটেরিনারি কলেজ পরিদর্শন। সোয়া ৪ টায় ঝিনাইদহ শহরের শেরে বাংলা সড়কে ইউএসএইড পরিচালিত সূর্যের হাসি ক্লিনিক পরিদর্শন। রাত সাড়ে ৮টায় ঝিনাইদহ সার্কিট হাউসে স্থানীয় সতন্ত্র সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমির নৈশ ভোজে অংশগ্রহণ ও রাত্রি যাপন।

এরপরের দিন বুধবার ১৪ মে সকালের নাস্তা শেষে ঝিনাইদহ জেলা চুয়াডাঙ্গার উদ্দেশ্যে করবেন ড্যান মজিনা।

মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা এই সফরকে কেন্দ্র করে তাই এখন প্রচন্ড ব্যাস্ত সময় কাটাচ্ছেন প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা। মজিনা এই সফরকে কেন্দ্র করে কোনো প্রকার ত্রুটি রাখতে চায় না ঝিনাইদহ জেলা প্রশাসন।

(ওএস/এইচআর/মে ১১, ২০১৪)