টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে শহরের কুমুদিনী সরকারি মহিলা কলেজের সামনে বুধবার রাতে রাস্তার পাশে একটি বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গাজীপুর থেকে জনতা পরিবহনের একটি বাস বিয়ের বরযাত্রী নিয়ে টাঙ্গাইল এসেছিল। ফেরার পথে রাত ৯টার দিকে গাড়ির চালক ও হেলপার রাস্তার পাশে বাসটি রেখে হোটেলে খেতে যায়। এসময় একদল দুর্বৃত্ত পেট্রোল ঢেলে বাসটিতে আগুন ধরিয়ে পালিয়ে যায়। এতে গাড়ির ভেতরের অংশ সম্পূর্ন পুড়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, বাসে আগুন দেয়ার ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুন দেয়া দুর্বৃত্তদের ধরতে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। টাঙ্গাইল জেলা প্রশাসক মাহবুব হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই ঘটনায় ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

(আরকেপি/পিবি/মার্চ ০৫,২০১৫)