রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে বৃহস্পতিবার মানসম্মত শিক্ষা নিশ্চিত করণের লক্ষ্য  শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য, সাংবাদিক ও স্থানীয় গনমান্যদের নিয়ে  জেলা পরিষদ ডাকবাংলা হল রুমে উপজেলা দিনব্যাপি এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমীন আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক একেএম টিপু সুলতান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাষ্টার আলতাফ হোসেন হাওলাদার, এসিল্যান্ড মোঃ শরীফুল ইসলাম, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ভূইয়া, আলীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ্য মাওলানা মুনসুর আহম্মদ, রোটারিয়ান রফিকুল হায়দার চৌধুরী, আ’লীগ নেতা হাজী ইসমাইল হোসেন খোকন, মোঃ শাহজান, রফিকুল হায়দার বাবুল পাঠান, শিক্ষক নেতা শামছুদ ত্তাওহিদ, আলমগীর হোসেন, মনজুর কাদের, হাবিব আহম্মেদ পাটোয়ারী প্রমুখ।

(পিকেআর/পিবি/মার্চ ০৫,২০১৫)