কিশোরগঞ্জ প্রতিনিধি : “ছড়ার দেশে ছড়ার ছন্দে এসো মিলি মহানন্দে” এ শ্লোগানে কিশোরগঞ্জে শুরু হয়েছে তিনদিন ব্যাপি ১১ তম ছড়া উৎসব ও লোকজ মেলা। বৃহস্পতিবার বেলা ১১ টায় কিশোরগঞ্জ প্রেসক্লাবের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মিলনায়তনে বেলুন উড়িয়ে মেলা উদ্বোধন করেন শিশু সাহিত্যিক, ছড়ালেখক ও প্রবীণ সাংবাদিক রফিকুল হক দাদু ভাই। এর আগে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠান মঞ্চে শিশুদের ছড়া পরিবেশিত হয়।

এবারের ছড়া উৎসবে দেশের বিভিন্ন জেলার ছড়াকার ছাড়াও ভারতের কলকাতা থেকেও দুজন প্রখ্যাত ছড়াকার অংশ নিয়েছেন। ছড়া উৎসব উপলক্ষে লোকজ মেলার আয়োজন করা হয়েছে।
আগামী ৭ মার্চ উৎসব শেষ হবে।

(পিকেএস/পিবি/মার্চ ০৫,২০১৫)