বরিশাল প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার।


জানা গেছে, উপজেলার রামানন্দের আঁক গ্রামের গৌরাঙ্গ লাল হালদারের মেয়ে প্রথম শ্রেনীর ছাত্রী তৃষা (৬) বুধবার বিকেলে নিখোজ হয়। পরিবার স্বজনরা বিভিন্ন জায়গায় তাকে খোঁজে। এক পর্যায়ে বৃহস্পতিবার বেলা এগারটার দিকে বাড়ির পুকুরে জাল ফেলে তৃষার লাশ উদ্ধার করা হয়। তৃষার অকাল মৃত্যুতে ওই পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসছে।

(টিবি/পিবি/মার্চ ০৫,২০১৫)