বরিশাল প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের বিস্তারিত প্রস্তুতি গ্রহন করেছে প্রশাসন।

বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবী চন্দ’র সভাপতিত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬ তম জন্ম দিন ও জাতীয় শিশু দিবস পালন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের বিস্তারিত কর্মসূচি গ্রহন করা হয়েছে। ওই সভায় প্রথম বারের মত ২৫ মার্চ রাতের আধারে পাক বাহিনী কর্তৃক বাঙ্গালী হত্যায় কালো দিবস পালনেরও কর্মসূচি গ্রহন করা হয়। সভায় প্রজন্মর কাছে মুক্তি যুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব আয়োজনে স্বাধীনতা দিবস পালনের উপর গুরুত্বারোপ করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জসীম সরদার, প্রকৌশলী রাজ কুমার গাইন, উপাধ্যক্ষ হেমায়েত উদ্দিন সরদার, মুক্তিযোদ্ধা অধ্যাপক লিয়াকত আলী হাওলাদার, আ’লীগ নেতা নুরুল হক মোল্লা, আবুল বাশার হাওলাদার, কৃষকলীগ নেতা আ. রশিদ সিকদার, শিক্ষক সুনীল বাড়ৈ, চেয়ারম্যান ইলিয়াস তালুকদার প্রমুখ নেতৃবৃন্দ।

(টিবি/পিবি/মার্চ ০৫,২০১৫)