আন্তর্জাতিক ডেস্ক : এক গবেষণায় বলা হয়েছে আগামী ২০৩০ সালে বিশ্বে নদীর দ্বারা সৃষ্ট বন্যার পরিমাণ তিনগুণ বৃদ্ধি পাবে।

বৃহস্পতিবার বিবিসি অনলাইন এ খবর নিশ্চিত করেছে।

বিশ্ব সম্পদ ইনস্টিটিউটের (ডব্লিউআরআই) তথ্য মতে, জলবায়ু পরিবর্তন ও বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির কারণে বিশ্বে বন্যার পরিমাণ বৃদ্ধি পাবে।

গবেষণায় বলা হয়, প্রতিরক্ষা ব্যবস্থা বৃদ্ধি না হলে যুক্তরাজ্যে প্রতিবছর ৭৬ হাজার লোক বন্যায় ক্ষতিগ্রস্ত হবে। একইসাথে বাৎসরিক ব্যয় ১ বিলিয়ন পাউন্ড বৃদ্ধি পাবে।

ডব্লিউআরআই জানায়, বিশ্বের নদী বন্যার ঝুঁকি সম্পর্কে এটিই প্রথম প্রতিবেদন। প্রতিবেদনে বলা হয়, বিশ্বের ২০ মিলিয়ন লোক নদীর দ্বারা সৃষ্ট বন্যার ঝুঁকিতে রয়েছে। এছাড়া ৬৫ বিলিয়ন পাউন্ড অর্থ ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে।

২০৩০ সাল নাগাদ বন্যার কারণে যুক্তরাজ্য ২ বিলিয়নেরও বেশি বার্ষিক ক্ষতির সম্মুখীন হবে।

(ওএস/এটিআর/মার্চ ০৫, ২০১৫)