জয়পুরহাট প্রতিনিধি : দুর্বৃত্তদের নাশকতার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে জয়পুরহাট থেকে ছেড়ে যাওয়া নীল সাগর এক্সপ্রেস ট্রেনের শতশত যাত্রী।

জয়পুরহাট সদর উপজেলার শাহাপুর এলাকায় বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ২টার দিকে দায়িত্বরত সাত আনসার সদস্যকে জিম্মি করে রেল লাইনের দু’টি ফিসপ্লেট, ৩৮টি স্পেন্ডেল ক্লিপ ও প্রায় ৩০ ফিট লাইন তুলে ফেলে দুর্বৃত্তরা।

জয়পুরহাটের সহকারী স্টেশন মাস্টার আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ১টা ৫৫ মিনিটে নীল সাগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে জয়পুরহাট স্টেশন ছেড়ে যায়। এর কয়েক মিনিট পরই শাহাপুর এলাকায় ৩০/৪০ জনের একদল দুর্বৃত্ত উপস্থিত হয়। এ সময় দায়িত্বরত আনসার সদস্যদের জিম্মি করে তারা ফিস প্লেট, স্পেন্ডেল ক্লিপ ও লাইন তুলে ফেলে।

আনসার সদস্য হামিদুল ইসলাম জানান, তারা নীলসাগর ট্রেনে নাশকতার চালানোর জন্যই এসেছিল, কিন্তু ভাগ্যক্রমে ট্রেনটি আগেই এলাকা ছেড়ে যায়।

ওই আনসার সদস্য আরো জানান, দুর্বৃত্তরা ঘটনাস্থলে এসে তাদের মোবাইল ফোনগুলো কেড়ে নেয় এবং তাদের এক জায়গায় বসিয়ে রাখেন। এ সময় এক আনসার সদস্য কৌশলে পালিয়ে গিয়ে জয়পুরহাট স্টেশনের সহকারী মাস্টারকে বিষয়টি অবগত করেন।

পরে রেলওয়েতে নিয়োজিত কর্মীদের নিয়ে মেরামত কাজ শেষে শুক্রবার ভোর ৪টা ২০ মিনিটে আক্কেলপুর স্টেশন থেকে একটি তেলবাহী ও পাঁচবিবি স্টেশন থেকে একতা একপ্রেস ট্রেন ছেড়ে যায়।

এ বিষয়ে সহকারী স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বলেন, সঠিক সময়ে নাশকতার খবর পাওয়ায় কোনো অঘটন ছাড়াই মেরামত কাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

জয়পুরহাট সদর থানার দায়িত্বরত কর্মকর্তা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) জাকির হোসেন বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই এলাকা থেকে শুক্রবার ভোরে চারজনকে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।

(ওএস/অ/মার্চ ০৬, ২০১৫)