মাগুরা প্রতিনিধি : 'নারীর ক্ষমতায়ন, মানবতার উন্নয়ন' এই শ্লোগান নিয়ে মাগুরার ৪ উপজেলায় আজ শুক্রবার সকালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন করেছে বিভিন্ন সংস্থা।

আন্তর্জাতিক নারী দিবসের ৩ দিনের কর্মসূচীর অংশ হিসেবে সকাল ১১টায় বিভিন্ন সংগঠন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে,শালিখা উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ মানববন্ধনে মিলিত হয়। মানববন্ধন থেকে নারীর ক্ষমতায়নের জন্য সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার সমন্বিত উদ্যোগ নেয়ার আহবান জানানো হয়। মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে মানববন্ধনে বাংলাদেশ মহিলা পরিষদ, জাতীয় মহিলা সংস্থা, এডাব, ডেমোক্রেসি ওয়াচসহ বিভিন্ন সংস্থার নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধন শেষে অনুষ্ঠিত সভায় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. ফাতেমা জোহরার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মির্জা মোহাম্মদ ইফতেখার আলী, বাংলাদেশ মহিলা পরিষদ মাগুরা জেলা শাখার সভাপতি মমতাজ বেগম, সাধারণ সম্পাদক কাজী লাবনী জামান, জেলা ব্র্যাক প্রতিনিধি রোকেয়া বেগম, আরডিসি সম্পাদক লায়লা কানিজ বানু প্রমুখ। শালিখা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা রানী মল্লিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাজমুন নাহার প্রমুখ। এছাড়া মহম্মদপুর ও শ্রীপুর উপজেলা মহিলা বিষয়ক অদিদপ্তরের আয়োজনে অনুরূপ কর্মসূচী গ্রহন করা হয়।

(ডিসি/অ/মার্চ ০৬, ২০১৫)