মাদারীপুর প্রতিনিধি : সড়ক-মহাসড়কে অবৈধ নছিমন, করিমন, ভটভটি চলাচলের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট চলছে।

জেলা বাস-মিনিবাস-ট্রাক মালিক সমিতি ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ডাকে রবিবার ভোরে ধর্মঘট শুরু হয়। সকাল থেকে দূরপাল্লার ভারি যানসহ অভ্যন্তরীন রুটে যান চলাচল বন্ধ রয়েছে। এতে সাধারণ যাত্রীদের পড়তে হচ্ছে দুর্ভোগে।

জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি ফায়েজুল শরীফ জানান, শ্যালোইঞ্জিন চালিত তিন চাকার নছিমন-করিমন, ভটভটি ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। ফলে দুর্ঘটনায় মানুষের প্রাণহানি ঘটছে। এসব অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে জেলার সব রুটে ধর্মঘটের আহবান করা হয়।

এদিকে শনিবার বিকেলে জেলা প্রশাসন জিএসএম জাফর উল্লাহ ও পুলিশ সুপার খন্দকার ফরিদুল ইসলাম মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে সমঝোতা বৈঠক হয়। তবে এসব যানবাহন বন্ধ না করা পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকার ঘোষণা দেন নেতারা।

বৈঠকে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি খন্দকার খায়রুল হাসান নিটুল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান হাওলাদার, বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সালাম তালুকদার, লাইন সম্পাদক আবুল কালাম হাওলাদার প্রমুখ।

(ওএস/এইচআর/মে ১১, ২০১৪)