মাগুরা প্রতিনিধি : মাগুরার শালিখা উপজেলার নাঘোষা গ্রামে স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচনের বিরোধের জের ধরে শুক্রবার সকালে আওয়ামীলীগের দু’পক্ষের সংর্ঘষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সংর্ঘষকারীদের উপর গুলি চালিয়েছে। সংঘর্ষে তালখড়ি ইউনিয়নের উথান মেম্বর নামের এক সদস্য গুলিবিদ্ধসহ কমপক্ষে ২০ জন আহত আহত হয়েছে।

এলাকাবাসী জাহাঙ্গীর ইসলাম জানান, সম্প্রতি নাঘোষা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। গত বুধবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য সদর উদ্দিনের কাছে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পরাজিত হন। (সদর উদ্দিন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি যুবক্রিড়া প্রতিমন্ত্রী অ্যাড. বীরেন শিকদার এমপির সমর্থক-অপরদিকে কামাল হোসেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সাংগঠনিক সম্পাদক অ্যাড. শফিকুজ্জামান বাচ্চুর সমর্থক)।

স্কুল কমিটির নির্বাচনের নিয়ে বৃহস্পতিবার বিকালে নাঘোষা বাজারে সদর উদ্দিন সমর্থক আকরাম ও কামাল সমর্থক লুৎফর প্রতিপক্ষের হাতে লাঞ্চিত হন। এ ঘটনার জের ধরে দু’পক্ষ সংঘবদ্ধ হয়ে আজ সকাল ১১ টার দিকে সংর্ঘষে লিপ্ত হয়। উভয় পক্ষ ঢাল-সড়কি, লাঠি-শোঠা, দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের উপর হামলা চালায়। দীর্ঘ দেড় ঘন্টা চলা এ সংর্ঘষ থামাতে পুলিশ কয়েক রাউন্ড গুলি চালায়। এ সময় তালখড়ি ইউপি সদস্য উত্থান বিশ্বাস নামে এক যুবক গুলিবিদ্ধসহ ২০ আহত হয়।


মাগুরা সদর হাসপালে জরুরী বিভাগে কর্মরত ব্রাদার খায়রুল ইসলাম গুলিবিদ্ধ উত্থানসহ গুরুতর আহত ১০ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন।

মাগুরা সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে দু’পক্ষের সংঘর্ষেও কথা স্কীকার করে বলেছেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে ৩ রাউন্ড শটর্ গানের গুলি চালিয়েছে।

(ডিসি/এএস/মার্চ ০৬, ২০১৫)