গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে শুক্রবার সকালে আগামী ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের অংশ হিসাবে বগুড়া-রংপুর মহাসড়কের স্থানীয় চতুরঙ্গ মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নারীর অধিকার ও ক্ষমতা প্রতিষ্ঠার লক্ষে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ-মামুন উল হাসান, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান আক্তারা বেগম রূপা, শিবপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম প্রধান শাহীন, মহিলা বিষয়ক কর্মকর্তা জীবন নেসা, সহকারী অধ্যাপক ফিরোজ খানম নুন, ব্র্যাক জিকিউএ এল এর সিনিয়র সেক্টর স্পেশালিষ্ট মশিউর রহমান, সুখের নীড় বাংলাদেশের নির্বাহী পরিচালক আজিজার রহমান শেখ, তরনী গ্রাম উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক একে এম আমিরুল ইসলাম, চিন্তক এ্যাসোসিয়েশন ফর কালচারাল এ্যাডভান্স (চাকা)’ র নির্বাহী পরিচালক ফরিদুল ইসলাম, তালুককানুপুর জন কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মতিয়ার রহমান, ব্র্যাক জিকিউএ এল এর শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেন, জান্নাতুল ফেরদৌস, আসমাউল হুসনা, মাঠ সংগঠক রাশেদুজ্জামান, আঃ মান্নান, ছাবিনা ইয়াসমিন, রিক্তা পারুল,আব্দুল মুরাদ, সাজেদা আক্তার, রেজিনা আক্তার, হাসেম আলী প্রমুখ।মানববন্ধনে বিভিন্ন সামাজিক ,রাজনৈতিক ও পেশাজীবি নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।

(কেআরডি/এএস/মার্চ ০৬, ২০১৫)