মাগুরা প্রতিনিধি : সবারে করি আহ্বান, এসো উৎসুক চিত্ত-এসো আনন্দিত প্রাণ’ এই প্রতিপাদ্য নিয়ে শুক্রবার রাতে মাগুরার  সংগীত শিক্ষা প্রতিষ্ঠান সারেগামা সংগীত নিকেতনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সন্ধ্যা থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলে এ সাংস্কৃতিক অনুষ্ঠান ও সংগীত বিষয়ক আলোচনা অনুষ্ঠান।

স্থানীয় আসাদুজ্জামান মিলনায়তনে এ সাংস্কৃতিক অনুষ্ঠানটি মাগুরার প্রয়াত ওস্তাদ নরেন্দ্রনাথ সিংহ ও শিশির সিংহ রায় এর প্রতিউৎসর্গ করা হয়।
সারেগামার অধ্যক্ষ বিপুল পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংগীত বিষয়ক আলোচনা অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নজরুল ইসলাম টগর। বক্তব্য রাখেন শিল্পী সাইফুল ইসলাম হিরক, শিক্ষক সালেহ্ আহম্মেদ সিদ্দিকীসহ অন্যরা। পরে শিল্পীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ছাত্রছাত্রীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন। শুক্রবার গভীর রাত পর্যন্ত চলা অনুষ্ঠানটি এলাকার সাংস্কৃতিপ্রেমিদের মুগ্ধ করেছে।

(ডিসি/পিবি/মার্চ ০৭,২০১৫)