কিশোরগঞ্জ প্রতিনিধি : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ মান্নান বলেছেন, একটি গোষ্ঠী সরকারের উন্নয়নে ঈর্ষানিত্ব হয়ে দেশে অরাজকতা সৃষ্টি করে বাংলাদেশকে দরিদ্র রাষ্ট্রে পরিণত করতে চায়।

প্রতিমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকারের আমলে অনেক উন্নয়ন হয়েছে। এ উন্নয়ন অব্যাহত রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, হাজার বছরের উপনিবেশিক শাসনের উপর বঙ্গবন্ধুর নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছে।

প্রতিমন্ত্রী আজ শনিবার (০৭ মার্চ) দুপুরে কিশোরগঞ্জ উৎসব কমিউনিটি সেন্টারে আয়োজিত কিশোরগঞ্জ চেম্বার অব কর্মাস ইন্ডাস্ট্রির ২৭ তম বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যবে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, স্বাধীনতা যুদ্ধের চেয়েও বর্তমান সময়ে একটি গোষ্ঠী দেশে অরাজকতা চালাচ্ছে। স্বাধীনতা যুদ্ধের সময় দেশে যে অরাজকতা সৃষ্টি হয়েছিল। বর্তমানে একটি গোষ্ঠী তার চেয়েও বেশি অরাজকতার সৃষ্টি করেছে। সরকার জনগণের নিরাপত্তায় যা কিছু করা প্রয়োজন তা করছে।

দেশকে নৈরাজ্যমুক্ত করতে তিনি সকলকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।

কিশোরগঞ্জে তাঁর কর্মময় জীবনের স্মৃতিচারণ করে তিনি আরো বলেন, এ জেলার উন্নয়নে যা কিছু প্রয়োজন তাই করা হবে।

কিশোরগঞ্জ চেম্বার অব কর্মাসের সভাপতি মো. বাদল রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ-৪ (অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহম্মেদ তৌফিক, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ন সচিব (ট্রেড) মো. আবদুল মান্নান, কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান মাতলুব আহমেদ, এফবিসিসিআই কেন্দ্রীয় সাবেক পরিচালক কামাল উদ্দিন আহম্মেদসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ।

(পিকেএস/অ/মার্চ ০৭, ২০১৫)