বাগেরহাট প্রতিনিধি : ফকিরহাট উপজেলার কামটা গ্রামের নিখোঁজ হওয়ার দু’দিন পর একটি চিংড়ি ঘের থেকে জহির শেখ পচা (২০) নামের এক যুবকের লাশ উদ্ধার হয়েছে। শনিবার বিকালে স্থানীয়রা তার লাশ ঘেরের পানীর ভেতর ভাসতে দেখে তার পরিবারকে সংবাদ দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও লাশের প্রাথমিক সুরোতহাল রির্পোট শেষে ভুক্তভোগী পরিবারের নিকট লাশ হস্তান্তর করেন।

নিহতের পারিবারিক সূত্র জানায়, কামটা গ্রামের ইশারাত আলীর পুত্র জহির শেখ পচা গত বৃহস্পতিবার সকালে বিলে ঘাষ কাটতে গিয়ে আর বাড়ী ফিরে আসেনি। বাড়ী ফিরে না আসায় তাকে বিভিন্ন খোজাখুজির করে। বৃহস্পতিবার বিকারে স্থানীয় ইবারাত আলীর চিংড়ি ঘেরের পানীর ভেতর ভাষতে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে। নিহতের শরীরে কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি। এদিকে রহস্যজনক এ মৃত্যুতে এলাকায় নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে।

ফকিরহাট থানার এসআই আজগর আলী জানান, মিরগী রোগে আক্রান্ত হয়ে সে আকস্মিক পানিতে পড়ে গিয়ে মারা যেতে পারে বলে তিনি প্রাথমিক ভাবে ধারনা করছেন। এঘটনায় ফকিরহাট থানায় একটি অপমৃত মামলা হয়েছে।

(আরকে/অ/মার্চ ০৭, ২০১৫)