শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়ায় আজ শনিবার দুুপুর ১২টায় অবমুক্ত হলো ট্রান্সমিটারযুক্ত অজগর। এই সাপটি নাম রাখা হয়েছে ইভা। এর দৈর্ঘ্য ৭ ফুট ২ ইঞ্জি এবং ওজন প্রায় ৬ কেজি। অজগর অবমুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম মিঞা, লাউয়াছড়া বিট কর্মকর্তা মনিরুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রোনিক মিডিয়ার সাংবাদিকরা।

বাংলাদেশ বন বিভাগ এবং বাংলাদেশ অজগর গবেষণা প্রকল্পের উদ্যোগে লাউয়াছড়ায় চলছে অজগর নিয়ে গবেষণা। ইতোপূর্বে আরো তিনটি অজগরের শরীরে রেডিও ট্রান্সমিটার লাগিয়ে ছেড়ে দেয়া হয়।

বিট কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, ‘ইভাকে গত ৫ ফেব্রুয়ারি মাধবপুরের বদলেরগাঁও থেকে উদ্ধার করা হয়েছে। ২৭ ফেব্রুয়ারি তার শরীরে অস্ত্রোপ্রচার করে ছোট্ট রেডিও ট্রান্সমিটার স্থাপন করা হয়। কিছু দিন পর্যবেক্ষণ পর সাপটি শারীরিক পূর্ণ সুস্থতা ফিরে পাবার পর আজ তাকে বনে ছেড়ে দেয়া হলো।’ তিনি আরো জানান, এই রেডিও ট্রান্সমিটারের ফলে অজগরের কাছ থেকে নানান তথ্য সংগ্রহ করা সম্ভব হবে।

(বিভিবি/অ/মার্চ ০৭, ২০১৫)