সাতক্ষীরা প্রতিনিধি : জেলা ছাত্রলীগের সাংগঠণিক সম্পাদক আনোয়ারুল ইসলাম সুমনকে রবিবার সকালে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। হত্যার চেষ্টার ঘটনায় পুলিশ ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেফতার করেছে। শনিবার রাত ১২ টার দিকে তাদেরকে শহরের মুনজিতপুর থেকে গ্রেফতার করা হয়।

এদিকে অভিযান চলাকালে পুলিশ হামলার মূল হোতা সাবেক ছাত্রলীগ নেতা সাঈদুর রহমান অপুর বাড়ি থেকে দুটি রক্তমাখা রাম দা, চারটি লোহার রড ও একটি হরিণের চামড়া উদ্ধার করেছে।

হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা সুমনের বাবা রফিকুল ইসলাম বাদি হয়ে অপুকে প্রধান আসামী করে ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত সাতজনের নামে মামলা দায়ের করেছেন।

গ্রেফতারকৃতরা হলো, সাতক্ষীরা শহরের মুনজিতপুরের এবাদুল ইসলামের ছেলে আবুল কালাম (২০), একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে ছাকিব হোসেন (১৭) ও শহরের কাছারিপাড়ার সৈয়দ হেলালের ছেলে ফাহিম হোসেন (২০)।

মামলার তদন্তকারি কর্মকর্তা আবুল কাশেম জানান, দুই নির্মাণ শ্রমিকের কাছ থেকে টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনায় প্রতিবাদ করায় ছাত্রলীগের কয়েকজন পরিকল্পিতভাবে জেলা ছাত্রলীগের সাংগঠণিক সম্পাদক আনোয়ারুল ইসলাম জাহিদকে মুনজিতপুর শহীদুলের মোড়ে উপর্যুপরি কুপিয়ে জখম করে।

তাকে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হওয়ায় রবিবার সকালে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।

(আরকে/জেএ/মে ১১, ২০১৪)