বরগুনা প্রতিনিধি : “নারীর ক্ষমতায়ন, মানবতার উন্নয়ন” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বর্ণাঢ্য র‌্যালী, নারী তথ্য মেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বরগুনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

রবিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীতে এসে শেষ হয়। র‌্যালীতে বিভিন্ন সরকারি ও বেসরকারি উন্নয়ন সংগঠন অংশ গ্রহন করে। র‌্যালী শেষে শিল্পকলা একাডেমী চত্ত্বরে নারী তথ্য মেলার উদ্ধোধন করেন জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম। এরপর অতিরিক্ত জেলা প্রশাসক মো. শাওগাতুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম, বিশেষ অতিথি পুলিশ সুপার সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মেহেরুন নাহার মুন্নি। আলোচনা শেষে স্থানীয় শিল্পী বৃন্দ জেন্ডার সংশ্লিষ্ট সংঙ্গীত পরিবেশন করেন এবং মেলায় অংশ গ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংগঠনের সহযোগিতায় দিবস টি আয়োজন করে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর বরগুনা।

(এমএইচ/পিবি/মার্চ ০৮,২০১৫)