কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের নতুন বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে ১৪ ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ন ভস্মিভূত হয়েছে। আংশিক ক্ষতি হয়েছে আরও ৮টি ব্যবসা প্রতিষ্ঠান। শনিবার দিবাগত রাত পৌনে একটায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় মানুষ ও কলাপাড়া ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। এ সময় আগুন নেভাতে গিয়ে মলয় কুন্ডুৃসহ চারজন আহত হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

অগ্নিকান্ডে নতুন বাজার জুতা পট্রির জহিরুল ইসলাম বাবু, আলমগীর সিকদার, আলান্দার মীর, ইউনুস মৃধা, আবুল কালাম আজাদ, নেছার সিকদার, হালিম সিকদার, নুর মোহাম্মদ হাওলাদার, পানপট্রির সেন্টু পাল, ধীরেন হাওলাদার, বিচিত্র হাওলাদার, হিরন সাহা ও অভিনাষ সাহার পানের দোকান সম্পূর্ন পুড়ে যায়। ব্যবসায়ী হালিম সিকদার জানান, তার দোকানের একটি মালামালও রক্ষা করতে পারেন নি। জহিরুল ইসলাম বাবু জানান, তার সিমবেলী সু-হাউসের সব মালামালই নষ্ট হয়ে গেছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ্য ব্যবসায়ীরা জানান। এ অগ্নিকান্ডের ঘটনায় রবিবার দুপুরে কলাপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আট ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা চেয়ারম্যান আঃ মোতালেব তালুকদার, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

(এমআর/পিবি/মার্চ ০৮,২০১৫)