বরিশাল প্রতিনিধি : ধর্ষণ মামলা প্রত্যাহার করতে আসামি ও তার ভাড়াটিয়া সন্ত্রাসীরা বাদিকে বিভিন্ন ধরনের ভয় ভীতিসহ প্রাণনাশের হুমকি দেয়ার ঘটনায় সোমবার সকালে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি জেলার মুলাদী উপজেলার দক্ষিণ চরডাকাতিয়া গ্রামের।

এজাহারে জানা গেছে, উপজেলার পশ্চিম তেরচর গ্রামের এক কিশোরীকে (১৫) তার বোনজামাতা দক্ষিণ চর ডাকাতিয়া গ্রামের আতিকুর রহমানের বাড়িতে গত ২৮ ফেব্রুয়ারি রাতে ধর্ষণ করে পাশ্ববর্তী বড় পাতারচর গ্রামের সহিদ হাওলাদারের ছেলে পন্ডিত হাওলাদার (২৭)। বিষয়টি মীমাংসার (উভয়ের মধ্যে বিয়ে দেয়ার) জন্য ধর্ষকের নিকট আত্মীয় কুতুবপুর গ্রামের ইউপি সদস্য স্বপন হাওলাদার ও প্রভাবশালী হাবিবুর রহমান সময়ক্ষেপন করে নানাতালবাহানা শুরু করেন। উপায়অন্তু না পেয়ে গত ১ মার্চ ধর্ষিতার বোনজামাতা আতিকুর রহমান বাদি হয়ে মুলাদী থানায় একটি ধর্ষণ মামলা দায়েরের পর পুলিশ ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করেন। এতে ক্ষিপ্ত হয়ে ডাক্তারি পরীক্ষার রির্পোট পাল্টে দেয়াসহ মামলা প্রত্যাহারের জন্য আসামি পন্ডিত হাওলাদার ও তার নিকট আত্মীয় ইউপি সদস্য স্বপন হাওলাদার, হাবিবুর রহমান ও ভাড়াটিয়া সন্ত্রাসী সোহেল মোবাইল ফোনে মামলার বাদিকে (আতিকুর রহমানকে) বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি অব্যাহত রেখেছে। হুমকির অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে মুলাদী থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, ধর্ষণ মামলার আসামি ও তার সহযোগীদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
(টিবি/পিবি/মার্চ ০৮,২০১৫)