নওগাঁ প্রতিনিধি : রবিবার অরুনোদয় থেকে শহরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী বুড়াকালি মাতার পুজো মন্ডপ প্রাঙ্গনে বিশ্ব শান্তিকল্পে ৪০ প্রহরব্যাপী তারকব্রক্ষ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে। এটি ৮৯তম বার্ষিকী। আগামী শুক্রবার নগর কীর্তন, মহাপ্রভুর ভোগ মহোৎসব অন্তে প্রসাদ বিতরনের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হবে।

এবার নাম সুধা পরিবেশন করছেন, যশোরের গৌর ভক্ত সম্প্রদায়, মানিকগঞ্জের সন্তোষ পাগল সেবা সংঘ, খুলনার হরিভক্ত সম্প্রদায়, ঝিনাইদহের কৃষ্ণ মন্দিরের আদি কৃষ্ণ সম্প্রদায়, নড়াইলের রাধা-গোবিন্দ সেবা সংঘ সম্প্রদায় ও নওগাঁর হরে কৃষ্ণ সনাতন সেবা সংঘ। ভক্তদের পদচারনায় মন্ডপ এলাকা মুখরিত হয়ে উঠেছে।

(বিএম/এএস/মার্চ ০৮, ২০১৫)