নওগাঁ প্রতিনিধি : রবিবার সকালে নওগাঁ শহরের মুক্তির মোড় থেকে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে ব্রীজের  মোড়ে পৌর স্বেচ্ছাসেবক দল এক সমাবেশ করে।

পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশিক ইকবাল ওথেলোর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে জেলা বিএনপি‘র আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, পৌর মেয়র নাজমুল হক সনি, ২০ দলীয় সিনিয়র যুগ্ম -আহবায়ক জাহিদুল ইসলাম ধলু, সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম টুকু ও মামুনুর রহমান রিপন, পৌর বিএনপি‘র আহবায়ক মো. নাসির উদ্দীন, সদস্য সচিব মিজানুর রহমান মিজান, জেলা সেচ্ছা সেবক দলের সভাপতি আমিনুল ইসলাম বেলাল, প্রমুখ বক্তব্য রাখেন।

(বিএম/এএস/মার্চ ০৮, ২০১৫)