বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই বনদস্যূকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার ভোরে শরণখোলা  উপজেলার বকুলতলা গ্রামের ইদ্রিস জমাদ্দারের বাড়ির সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। সকালে তাদের স্বীকারোক্তি মতে বনদস্যু মিন্টুর বাড়ি থেকে একটি দোনালা বন্দুক, দুই রাউন্ড তাজা গুলি, পাঁচটি গুলির খোসা ও দুইটি দা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে,বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের হিঙ্গুল উদ্দিনের ছেলে কদম আলী (৫৫) ও তার সহযোগী বকুলতলা গ্রামের এজেম্বর হাওলাদারের ছেলে মিন্টু হাওলাদার (৪০)।

শরণখোলা থানার অফিসার ইন চার্জ মো. রেজাউল করিম জানান, উপজেলার খুড়িয়াখালী গ্রামের মজিদ কবিরাজের ছেলে ব্যাবসায়ী পনু কবিরাজকে মুক্তিপনের দাবীতে অপহরন করার প্রস্তুতি নিচ্ছিল। পুলিশ এমন গোপন সংবাদের ভিত্তিতে মিন্টু হাওলাদার ও কদম আলীকে আটক করে। কদম আলী একসময়ে সুন্দরবনের দুধর্ষ বনদস্যু থাকা অবস্থায় জনতার হাতে ধরা পরে দুইটি চোখ হারায়। বনদস্যু কদম আলীর বিরুদ্বে শরনখোলা থানায় একাধিক মামলা রয়েছে বলে ওসি জানায়।

(একে/এএস/মার্চ ০৮, ২০১৫)