স্টাফ রিপোর্টার : সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, নারীরা অনেক এগিয়েছে। তবে মানসিকতার বৃত্তে নারীর সম্মান আটকে আছে।

রবিবার বিকেলে রাজধানীর এসিআই সেন্টার কনফারেন্স হলে ‘আজকের নারী-২০১৫’ সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এসিআই’র সহযোগিতায় ক্যানভাস, পারসোনা, স্যাভলন ফ্রিডম এর উদ্যোগে নয়জন সফল নারীকে সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, নারীর অগ্রযাত্রায় নারীরা অনেক এগিয়েছে। এতো অগ্রযাত্রার পরও অর্জন তেমন নেই।

তিনি বলেন, নারীর প্রতি আমাদের মানসিকতার পরিবর্তন না হওয়ায় অগ্রযাত্রা থমকে আছে। নারীকে সম্মান দিতে হলে মানসিকতার পরিবর্তন করতে হবে।

তিনি বলেন, সবক্ষেত্রে নারীরা বিচরণ করছেন। কিন্তু নারীর ক্ষমতায়ন কতটুকু হয়েছে তার হিসেব কষতে হবে। নারীর অধিকার নিশ্চিতে শুধু মুখে নয়, কাজেও দেখাতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে নাট্য ব্যক্তিত্ব রামেন্দ্র মজুমদার বলেন, নারীকে সমাজে প্রতিষ্ঠিত ও ক্ষমতায়নে পুরুষকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, নারীর কর্ম জিডিপি’তে উপেক্ষিত। নারীকে সত্যিকার সম্মান দিতে হলে অধিকার দিতে হবে।

অনুষ্ঠানে এসিআই সল্ট’র ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলমগীর, পারসোনা’র ব্যবস্থাপনা পরিচালক কানিজ আলমাস খান, ক্যানভাস’র নির্বাহী সম্পাদক শেখ সাইফুর রহমান বক্তব্য রাখেন।

(ওএস/এএস/মার্চ ০৮, ২০১৫)