বরগুনা প্রতিনিধি : বরগুনা শহরের উপকণ্ঠে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (এগ্রো) সার্ভিস সেন্টারের একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার ভোর চারটার দিকে এগ্রো সার্ভিস সেন্টারের গ্যারেজে এ ঘটনা ঘটে।

এগ্রো সার্ভিস সেন্টার বরগুনার উপ-সহকারী পরিচালক সঞ্জয় রঞ্জন হাওলাদার বলেন, আমি বাসভবনে ঘুমিয়ে ছিলাম। আমাদের কোনো নৈশ প্রহরী নেই, সে কারণে এখানে কর্মরত একজন রাতেও পাহাড়া দিয়ে থাকেন। রাত তিনটার দিকে তিনি ঘুমাতে গেলে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটান।

এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতা আজমল হুদা মিঠু রাতে মির্জাগঞ্জ থেকে মাহফিল শেষে বরগুনা ফেরার পথে এগ্রো সার্ভিসের গ্যারেজে আগুন জ্বলতে দেখে আমাদের খবর দেন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার পর আমরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় পার্শ্ববর্তী খাল থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হই। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলে।

এ বিষয়ে পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, সকাল ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে এটি নাশকতা বলেই ধারণা করা হচ্ছে।

(ওএস/পিবি/ মার্চ ০৯, ২০১৫ )