কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় নিখোঁজের তিন দিন পর সোমবার সকালে এক কলেজ ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে সদর দক্ষিণ থানা পুলিশ। সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা বাজারের পূর্বপাশে সোনাইছড়ি খাল থেকে সোমবার সকাল সাড়ে ১০ টায় আবদুল্লাহ আল ফরহাদ রিফাত (২০) এর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। রিফাত গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলো বলে জানা যায়।

আবদুল্লাহ আল ফরহাদ রিফাত কুমিল্লার চৌয়ারা ডিগ্রী কলেজের এইচএসসির ১ম বর্ষের ছাত্র। সে জোড়কানন পশ্চিম ইউপির সাবেক ইউপি চেয়ারম্যান মৃত মো: মিজানুর রহমানের পুত্র।

নিহত রিফাতের মামা আমানুল্লাহ জানান, রিফাত গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলো। তাকে আমরা অনেক খোঁজাখুঁজি করেও পাইনি। আজ সকালে চৌয়ারা বাজারের পূর্বপাশে সোনাইছড়ি খালে তার গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে।

এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

(একেএইচ/পিবি/মার্চ ০৯,২০১৫)