সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়া উপজেলার বিভিন্ন এলাকার আম গাছ ভরে উঠেছে আমের মুকুলে। উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌর এলাকায় মানুষের বসতভিটা,পুকুর পাড়ে, সড়কের দু’পাশে ও সরকারি-বেসরকারি অফিসের আঙ্গিনায় আম গাছে শোভা পাচ্ছে প্রচুর পরিমাণে আমের মুকুল। গাছে মুকুল ভালো আসায় বাড়তি যত্ন নিচ্ছেন চাষীরা। রোগ-বালাই থেকে মুকুল রক্ষা করতে গাছে ছিটানো হচ্ছে কীটনাশক। আর বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এবছর আমের বাম্পার ফলন হবে আশা করছেন চাষীরা।

সরেজমিন ঘুরে দেখা যায়, এবছর উপজেলায় বিগত বছরের তুলনায় দ্বিগুণ আমের মুকুল ফুটেছে। ইতিমধ্যে আম চাষীরা পোকা মাকড়ের হাত থেকে রক্ষা পেতে বালাইনাশক ব্যবহার করে আমের মুকুল পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছে। তবে গত বুধবার ও বৃহস্পতিবার রাতে হঠাৎ করে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ায় আমের মুকুল ঝড়ে পড়া রোধে কার্যকর হবে বলে এলাকার লোকজন অভিমত পোষণ করেন।
এসময় বালাই দমনে ব্যস্ত কয়েকজন আম চাষী জানায়, পোকা মাকড় দমনে মুকুল পুরোদমে ফোটার আগে গাছে স্প্রে করা হচ্ছে, যেন মুকুলে কোনো ধরনের পোকার আক্রমণ না হয়। আবার গুটি ধরার পর আরেক দফা স্প্রে করা হবে।
উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন জানায়, আবহাওয়া অনুকূলে থাকায় এবং পোকা মাকড়ের উপদ্রব কম থাকায় এখন পর্যন্ত মুকুলে কোন ক্ষতি হয় নি। তিনি মুকুল ফোটার আগে ছত্রাকনাশক কীটনাশক স্প্রে করতে আর বেশি রোদ্রের সময় কীটনাশক স্প্রে না করতে চাষীদের পরামর্শ দিয়েছেন। আর এভাবে আবহাওয়া ভাল থাকলে ও পরামর্শ গুলো মেনে চললে এবার আমের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা আছে।
(এএমআর/পিবি/মার্চ ০৯,২০১৫)