স্টাফ রিপোর্টার : ব্যবসায়ীকে অপহরণে জড়িত থাকার অভিযোগে অনির্দিষ্টকালের জন্য চার শিক্ষার্থীকে বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন।

তারা হলেন- ছাত্রলীগের কেন্দ্রীয় উপ-ক্রীড়া সম্পাদক সৃজন ঘোষ সজীব, মুহসীন হল কমিটির ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক মামুন, জগন্নাথ হল কমিটির সহ-সভাপতি অনুপম চন্দ্র ও ছাত্রলীগ কর্মী হিমেল।

রবিবার দুপুরে বিশ্ববিদ্যলয়ের প্রক্টর ডক্টর এএম আমজাদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা তাৎক্ষণিকভাবে তাদের অনির্দিষ্টকালের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি। যদি আদালত তাদের বিপক্ষে অবস্থান নেয় তাহলে আমরা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি বহিষ্কার করব।’

ব্যবসায়ী ফরহাদ ইসলামকে (২৫) অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুক্রবার ছাত্রলীগের ৫ নেতাসহ ৬ জনকে আটক করে পুলিশ। অপহৃত ফরহাদ ইসলামকে জগন্নাথ হল থেকে উদ্ধার করা হয়।

(ওএস/এইচআর/মে ১১, ২০১৪)