বাগেরহাট  প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জ থানা পুলিশ চালিতাবুনিয়া ও আমতলী গ্রামে রবিবার রাতে অভিযান চালিয়ে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের ৪ নেতাকর্মীকে আটক করেছে।

এরা হচ্ছেন, আমতলী কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মঠবাড়িয়ার মনিকখালী গ্রামের মাওলানা শফিকুল ইসলাম(৪২), একই মাদ্রাসার সহকারী শিক্ষক কেশবপুরের আগরহাটি গ্রামের জি.এম মকবুল হোসেন(৪৮), কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র চালিতাবুনিয়া গ্রামের নিয়াজ মাখদুম(২৩) ও পিরোজপুরের সংগীতকাঠি গ্রামের আব্দুর রউফ(২৩)।
পুলিশ এদের নিকট থেকে একটি ল্যাপটপ ও একটি মোবাইল সেট জব্দ করেছে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, আটককৃত নিয়াজ মাখদুম ও আব্দুর রউফ বঙ্গবন্ধুর ভাষন ও প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে তা ইন্টারনেটে প্রচার করে। এ দু’জনের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি ও বিশেষ ক্ষমতা আইনে আজ পৃথক দু’টি মামলা হয়েছে। অপর দু’জনের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগে থানায় মামলা রয়েছে বলে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান।
(একে/পিবি/মার্চ ০৯,২০১৫)