নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলার দ্বারিকুশী-প্রতাপপুর হাইস্কুলে রবিবার সন্ধ্যায় বিশাল গণসম্বর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ে সহ-শিক্ষাক্রম অনুমোদন ও স্থানীয় সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত তাঁকে এ গণসম্বর্ধনা দেয়া হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তোজাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল প্রামাণিক, সহ-সভাপতি আব্দুল করিম মাষ্টার, সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান, জোনাইল ইউনিয়ন সভাপতি আব্দুস সোবহান হারেজ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, চেয়ারম্যান মমিন আলী ও বড়াইগ্রাম ইউনিয়ন সভাপতি ইসাহাক আলী মোল্লা। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম। পরে দেশের বিভিন্ন স্থান থেকে আগত শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

(এমআর/এএস/মার্চ ০৯, ২০১৫)