মুন্সীগঞ্জ প্রতিনিধি : লেখক ও মুক্তমনা ব্লগের উদ্যোক্তা অভিজিৎ রায় হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মুন্সীগঞ্জে লেখক ও সাংবাদিক সমাজ এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় মুন্সীগঞ্জ জেলা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ধর্মান্ধ গোষ্ঠি একাত্তর সালে যেভাবে বুদ্ধিজীবি হত্যা করে জাতিকে মেধাশুন্য করার অপপ্রয়াস চালিয়েছিলো ঠিক একই কায়দায় তারা আবারও বেছে বেছে হত্যাযজ্ঞে মেতে উঠেছে। এরই ধারাবাহিকতায় তারা হুমায়ূন আজাদসহ ব্লগার রাজিব ও আরেক ব্লগার অভিজিৎ রায় কে হত্যা করেছে। আমরা আশা করছি সরকার এই হত্যাকাণ্ডে সুষ্ঠু ও ন্যায্য বিচার করবে। একই সাথে আমরা এই ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানাই।

মানববন্ধনে অংশগ্রহণ করেন, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শহীদ ই-হাসান তুহিন, কবি যাকির সাইদ. কবি ও লেখক মজিব রহমান, লেখক অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন আকাশ, অ্যাড. মনির হোসেন, কবি মাসুম আহমেদ অর্ণব, সাংবাদিক মামুনুর রশিদ খোকা, সাংবাদিক হোসনে হাসানুল কবির, জেলা সিপিবির সভাপতি শ.ম কামাল, জেলা যুব ইউনিয়নের সদস্য সচিব আশফিকুর রহমান পান্না।

(ওএস/এটিআর/মার্চ ০৯, ২০১৫)