বাগেরহাট প্রতিনিধি : জেলার ছেলে ক্রিকেটার রুবেল। তার দুর্দান্ত বোলিংয়ে উচ্ছ্বসিত এলাকাবাসী। রুবেল ইংল্যান্ডের শেষ উইকেট ফেলে দেয়ার সাথে সাথেই বাগেরহাট পরিণত হয় আনন্দ মিছিলের শহরে।

শহরের বিভিন্ন দিক থেকে ঢোল-ডগর ও বাদ্যের তালে তালে খণ্ড-খণ্ড মিছিল বের হতে থাকে। বাগেরহাট শহরের বাসাবাটী এলাকায় রুবেলের বাড়িতে এ সময়ে এক আনন্দ ঘন পরিবেশের সৃষ্টি হয়।

বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও শিশুরা নেচে-গেয়ে জাতীয় পতাকা হাতে নিয়ে ‘রুবেল-রুবেল’ ও ‘বাংলাদেশ-বাংলাদেশ’ স্লোগান দিয়ে শহর মাতিয়ে তোলে।

জানা গেছে, এসময় মিষ্টির দোকানিরা তাদের সব মিষ্টি মিছিলকারীদের মাঝে বিলিয়ে দেয়। মূহুর্তের মধ্যে শেষ হয়ে যায় শহরের সকল দোকানের মিষ্টি।

রুবেলের পরিবারের সদস্যরা একে অপরকে জড়িয়ে ধরে উল্লাস প্রকাশ করতে থাকে। রুবেল তার যোগ্যতা দিয়ে ইংল্যান্ডকে ধসিয়ে দেয়ায় রুবেলের বড় ভাবী আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। এই জয়ের পর রুবেলের ভাবী তাদের বাড়িতে আশা রুবেল ভক্তদের মিষ্টি খাওয়ান।

(ওএস/এটিআর/মার্চ ০৯, ২০১৫)