ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : জেলার আশুগঞ্জ উপজেলার তাপ বিদ্যুৎ কেন্দ্রের বন্ধ হয়ে যাওয়া ৯টি ইউনিটের মধ্যে ৭টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।

মঙ্গলবার ভোরে ৭টি ইউনিটের মধ্যে ১টি ইউনিটের উৎপাদন শুরু হয়। সোমবার রাত ১২টা থেকে অপর ৬টিতে উৎপাদন শুরু হয়েছে।

আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ব্যাবস্থাপনা পরিচালক প্রকৌশলী নুরুল আলম জানান, বন্ধ থাকা ২টি ইউনিট চালু করার জন্য চেষ্টা চলছে।

এর আগে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের, ১৩২ কেবি`র একটি সাবস্টেশনে ত্রুটি দেখা দিলে ১০টি ইউনিটের মধ্যে ৯টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন কাজ বন্ধ হয়ে যায়।

(ওএস/এটিআর/মার্চ ১০, ২০১৫)