চট্টগ্রাম প্রতিনিধি : টানা ৪ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে পেট্রোলবোমায় দগ্ধ অটোরিকশা চালক সাবের আহমেদ চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মঙ্গলবার সকাল ৮টার দিকে চট্রগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

চমেক হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক মোহাম্মদ খালেদ বলেন, গত বুধবার হাটহাজারীর চারিয়া এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশায় পেট্রলবোমা ছোড়ে দুর্বৃত্তরা। এতে চালক সাবের আহমেদ ও যাত্রী রণজিৎ দগ্ধ হন।

পরদিন বৃহস্পতিবার মধ্যরাতে রণজিৎ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর পর মঙ্গলবার সকালে অটোরিকশা চালক সাবেরের মৃত্যু হয় বলে জানান তিনি।

(ওএস/এটিআর/মার্চ ১০, ২০১৫)