স্পোর্টস ডেস্ক, ঢাকা : বিশ্বকাপ থেকে ‘লজ্জাজনক’ বিদায়ের পরও পিটার মুরসকে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের কোচ পদে বহাল রাখা হবে। এমনটাই জানিয়েছেন ইংল্যান্ড এন্ড ওয়েলস (ইসিবি) ক্রিকেট বোর্ডের পরিচালক পল ডন্টন। সোমবার বাংলাদেশের কাছে ১৫ রানে হেরে ইংল্যান্ডের বিদায় নিশ্চিত হয়ে যায়। এর আগে চলতি বিশ্বকাপে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলংকার কাছে বাজে হার নিয়ে মাঠ ছাড়ে ইংলিশরা। তাদের একমাত্র জয়টি এসেছে দুর্বল স্কটল্যান্ডের বিপক্ষে।

সোমবার মুরস নিজেই জানিয়েছেন, তিনি ইংল্যান্ড দলের কোচ হিসেবে বহাল থাকতে চান। তবে বিবিসিকে তিনি জানিয়েছেন, এটি সম্পূর্ণ বোর্ডের ওপর নির্ভর করে। সোমবার অবশ্য ইসিবির পরিচালক মুরসকেই সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, ‘পিটার মুরসের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। সে কোচ হিসেবে থাকছে। মাত্র ১০ মাস আগে তাকে কোচ করা হয়েছে। এই অল্প সময় দিয়েই তার যোগ্যতা পরিমাপ করা ঠিক হবে না।’

এদিকে নাসের হুসেইন, অ্যান্ড্র স্ট্রাউস-সহ অনেক সাবেক ইংলিশ তারকা চাইছেন, কোনো বিদেশী ব্যক্তির হাতেই কোচিং পদের দায়িত্ব দেয়া হোক।

(ওএস/পি/মার্চ ১০, ২০১৫)