বগুড়া প্রতিনিধি : বগুড়ায় ককটেল বিস্ফোরণে ২ জন আহত হয়েছে এবং ৬টি ককটেল ও ককটেল তৈরীর সরঞ্জামসহ যুবদলকর্মী বুলবুলকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাতে বগুড়া শহরের পিটিআই মোড় থেকে বুলবুলকে আটক করে। এছাড়া একই দিন রাত ১১ টায় বগুড়া সদর উপজেলার পীরগাছা বাজারের চারমাথায় ২টি ও তিনমাথায় ১টি ককটের বিষ্ফোরণ ঘটায়। এতে মুঞ্জুু মিয়া (২৮) ও আলম (৩৫) নামের দুজন আহত হয়। আহত দুইজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বগুড়ার সহকারি পুলিশ সুপার গাজিউর রহমান জানান, সোমবার রাতে শহরের পিটিআই মোড় থেকে ককটেলসহ বুলবুলকে আটক করা হয়েছে। এছাড়া গত ২৪ ঘন্টায় মঙ্গলবার সকাল পর্যন্ত ভাংচুর ও নাশকতা মামলায় জামায়াত-বিএনপির ৬ নেতাকর্মীকে আটক করা হয়েছে। আটককৃত যুবদলকর্মী বুলবুল বগুড়ার সারিয়কান্দির নারচীগ্রামের বাসিন্দা।

(এএসবি/পিবি/মার্চ ১০,২০১৫)